ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিংড়ায় কলার গাছের শহীদ মিনারে শিক্ষার্থীদের শ্রদ্ধা

নবীউর রহমান পিপলু, নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

স্কুল ভবনসহ পাঠদানের প্রায় সকল ব্যবস্থা আছে। কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর শহীদ মিনার নেই। তবে কি শহীদদেরকে শ্রদ্ধা জানানো হবে না। শহীদ মিনার না থাকলেও বাদ যায়নি শ্রদ্ধা নিবেদন। কলার গাছ দিয়ে শহীদ মিনারে তৈরী করে শ্রদ্ধা জানিয়েছে চলনবিল ঘেরা নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারিতে মহান ভাষা দিবসে বিদ্যালয়টির প্রায় ৩০০ শিক্ষার্থী কলা গাছের তৈরী শহীদ মিনারটিতে প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান জানান, ২০০৮ সালে বিদ্যালয়ে পাঠদানের অনুমতি মেলে। ২০১৫ সালে এমপিওভূক্ত হয় প্রতিষ্ঠানটি। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ শত শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখানে কোনও শহীদ মিনার নাই। আগে আবেদন করা হলেও প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। 

ইলিয়াস হোসেন ও খুশি খাতুন এ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের ভাষ্য, ‘শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বেশ ইচ্ছে থাকলেও আমরা পাকা মিনার পাইনি। তাই কলার গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করি।’

বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘এ স্কুলে শহীদ মিনার খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন যে, একটা শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।’

তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে জানিয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, ‘বিষয়টি জানা ছিলো না। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি