ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২২ ফেব্রুয়ারি ২০২০

বিয়ের সেই কার্ড

বিয়ের সেই কার্ড

নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তাসলিমা আক্তার (২৩) নামে এক স্কুলশিক্ষিকা। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার চরক্লার্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে। তিনি নোয়াখালী সরকারি কলেজে পড়ালেখার পাশাপাশি উপজেলার দক্ষিণ পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাসলিমা আক্তারের বিয়ের দিন ধার্য ছিল। মোটরসাইকেলযোগে নিজের বিয়ের কার্ড নিয়ে পাশের একটি স্কুলে দাওয়াত দেয়ার জন্য যাওয়ার পথে চৌরাস্তা এলাকায় একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চর জব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি