ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারালেন খুবির অধ্যাপক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মিজানুর রহমান (৬৬)। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।  

জানা গেছে, শনিবার ভোরে খুলনা স্টেশনের ৩নং প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী সদ্য ছেড়ে দেয়া একটি ট্রেনে দৌড়ে উঠতে যান তিনি। এ সময় তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরেন। কিন্তু দৌড়ে আসার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন। যার কারণে হ্যান্ডেল ধরে রাখতে পারেননি। পরে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান। ফলে ট্রেনে তার ডান হাত ও পা কাটা পড়ে। 

পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গতবছর জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়টির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে অবসর নেন মিজানুর রহমান। 

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান গণমাধ্যমকে জানান, ‘সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পর স্টেশনে পৌঁছান তিনি। চলন্ত ট্রেনে দ্রুত উঠতে গিয়ে হাত ফসকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে রেলওয়ে পুলিশ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি