ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

চুয়াডাঙ্গায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২০

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৫০ শয্যা চালু ও সরকারিভাবে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের মানুষ।

আজ শনিবার সকাল ৯টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে চুয়াডাঙ্গা বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, ডা. মোস্তাকুর রহমান, ডা. আরাফাত মালিক, আব্দুল কাদের জগলূ ও ইবরুল হাসান জোয়ার্দ্দার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন যাবত ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হলেও তা চালু করা হয়নি। অথচ, ১০০ শয্যার সদর হাসপাতালে রোগীদের চাপ সামলাতে ডাক্তারদের হিমশিম খেতে হয়। তাই, অবিলম্বে ২৫০ শয্যার হাসপাতাল চালু করে সরকারিভাবে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।’

এআই/ 


 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি