ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় শাড়িসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি মাইক্রোবাস আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। 

এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার ধর্মনগর গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৬) ও একই উপজেলার বিজয়পাড়ার নুরু মিয়ার ছেলে মো. আমিন (২৪)। 

আজ শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কাঠেরপুল-মাইজখার সড়কে একটি কাল রঙের হাইচ মাইক্রোবাস আটক করা হয়।

এসময় তল্লাশি কর মাইক্রোবাসে ১২টি চটের বস্তায় ৭৬২পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি