ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১৭:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পর আসিব (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর শহরের খাসমহল এলাকার শহিন হাওলাদারের ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল আসিব। শনিবার দুপুরে শহরের একই (খাসমহল) এলাকার দুলাল মল্লিকের বাসার পেছনের একটি মরা খালে আসিবের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  

আসিবের চাচা নাছির হাওলাদার জানান, গত মঙ্গলবার দুপুরে খাসমহল এলাকার ফ্রিজ মেকার সোহেল ও তার কর্মচারি পলাশের সঙ্গে আসিফের ঝগড়া হয়। এসময় তারা আসিবকে মেরে ফেলার হুমকি দেন। ওইদিন রাত ৮টার দিকে হাইস্কুল সড়কে বাবার ফলের দোকান থেকে বাসায় যাওয়ার কথা বলে আসিব চলে যায়। কিন্তু সে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখোজি করেও তাকে পাওয়া যায়নি।  হুমকিদাতা ওই যুবকরাই আসিফকে মেরে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।’ 

নলছিটি থানার ওসি (তদন্ত) আ. হালিম তালুকদার জানান, ‘আসিবের লাশ ফুলে পচন ধরায় শারীরিক নির্যাতনের কোনো চিহ্ন বুঝা যাচ্ছে না।  লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সবকিছু পরিষ্কার হবে। জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ও পলাশকে আটক করা হয়েছে।’

এআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি