ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর জানাজা ও দাফন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২০

দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর জানাজা

দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর জানাজা

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিলু পারভীন নামে এক যৌনকর্মীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীতে গোয়ালন্দ ঘাট থানা জামে মসজিদের ইমাম আবু বক্কার সিদ্দিক এ জানাজার নামাজ পড়ান।

এ জানাজার নামাজে অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফ উজ জামান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান (পিপিএম), দৌলতদিয়া ৫নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল জলিলসহ স্থানীয়রা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে দীর্ঘকালের নদীতে ভাসিয়ে দেয়ার প্রথা ভেঙ্গে প্রথমবারের মতো যৌনকর্মীর জানাযার নামাজ ও দাফন হয়। পরে গত বৃহস্পতিবার ২য় বার ও আজ ৩য় বারের মতো নিলু পারভীন নামে এক যৌনকর্মীর ধর্মীয়ভাবে জানাজার নামাজ ও দাফন হলো। 

এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি