ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশু ধর্ষণচেষ্টায় হাজতে ৭০ বছরের বৃদ্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২০

শিশু ধর্ষণচেষ্টায় হাজতে ৭০ বছরের বৃদ্ধ

শিশু ধর্ষণচেষ্টায় হাজতে ৭০ বছরের বৃদ্ধ

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুনিষগাঁও উত্তর পাড়া গ্রামের সাত বছরের ওই শিশুটি যদুয়ার গ্রামে তার নানা বাড়িতে পড়ালেখা করতো। শনিবার বিকেলে যদুয়ার গ্রামের মৃত নজিতুল্লার ছেলে জামাল উদ্দীন ওরফে নেনকু (৭০) মেয়েটিকে ১০ টাকা দেয়ার কথা বলে ফুসলিয়ে বাড়ির পার্শ্বে দবিরুলের গম ক্ষেতের শ্যালো মেশিন ঘরের পার্শ্বে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

এসময় ওই গ্রামের কুলসুম বেগম ও বৃষ্টি আক্তার বিষয়টি দেখে ফেলে। তারা দ্রুত মেয়ের নানী ও খালাকে খবর দিলে আশেপাশের লোকজনকে নিয়ে গিয়ে তারা জামাল উদ্দীনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে ধরে থানায় নিয়ে যায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আনাম ডন বলেন, আসামিকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি