ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ইয়াবাসহ রুপসী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২০

ইয়াবাসহ আটক রুপসী

ইয়াবাসহ আটক রুপসী

Ekushey Television Ltd.

বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ বেদে সম্প্রদায়ের রুপসী (২৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

এসময় তার সঙ্গে থাকা এক পুরুষ সহযোগী পালিয়ে যায়। পরে রুপসীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক রুপসী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খয়রা গ্রামের ইমাম আলীর স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বলেন, গোপন সংবাদের ভিত্তি ওই এলাকায় অভিযান চালিয়ে রুপসীকে আটক করা হয়। কিন্তু রুপসীর সঙ্গে থাকা তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। রুপসীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টাউন নওয়াপাড়া এলাকায় অবস্থান নেয়া বেদে সম্প্রদায়ের নারী-পুরুষদের দিয়ে এক শ্রেণির পেশাদার মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করাচ্ছে। মাদককে নির্মূল করতে পুলিশ তৎপর রয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি