ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে বাস উল্টে ও ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। 

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় চন্দ্রাগামী একটি আজমির পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ফাতেমা বেগম ও তার সাত মাস বয়সী শিশু বাচ্চাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এদিকে, আজ সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেল লাইনের মৌচাক এলাকায় উত্তরবঙ্গের ট্রেনের নিচে কাটা পড়ে ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি