ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লায় বাসা থেকে ডেকে নিয়ে জনি নামে এক ভিডিওম্যানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি ওই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ভিডিওম্যান জনির কাছে একই এলাকার সোহেল ২ হাজার টাকা পাওনা ছিল। রোববার ভোরে চানপুর এলাকার বাসা থেকে জনিকে একই এলাকার লোকমান মিয়ার ছেলে হৃদয় ও সাগর বাড়ির সন্নিকটে কবরস্থানের সামনে সোহেলের কাছে ডেকে নিয়ে যায়। 

এসময় পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জনির পেটে ছুরিকাঘাত করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার  মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি