ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল, সম্পাদক সাজু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ফেনী জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার।

সম্মেলনে মাস্টার মো. নুরুল ইসলামকে সভাপতি ও কামাল উদ্দিন মজুমদার সাজুকে সাধারণ সম্পাদক করে ৩৩ জনের কমিটি ঘোষণা করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট কমিটির বাকিদের নাম পরে জেলা কমিটি ঘোষণা করবে বলে জানানো হয়।

জেলা জাসদের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোমিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, নাইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি