ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে অসহায়দের মাঝে চেক বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন রাজবাড়ী আসনের সাংসদ কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

অনুষ্ঠানে ৪৯ জন কিডনি সংক্রমণ, লিভাল সিরোসিস, সড়ক দুর্ঘটনায় আহত ও ক্যান্সারসহ বিভিন্ন রোগে অক্রান্ত রোগীদের মাঝে বিভিন্ন অংকের ২১ লাখ টাকা বিতরণ করা হয়।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি