ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হিলিতে পৌরসভার মেয়র ও কর্মকর্তাদের মধ্যে প্রীতি ক্রিকেট অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের হিলিতে হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল মেয়রের নেতৃত্বাধীন এ ক্রিকেট দলকে ৭৪ রানে হারিয়ে চাম্পিয়ন হয়েছে মেয়রের নেতৃত্বাধীন বি ক্রিকেট দল। 

হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় টস জিতে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর নেতৃত্বাধীন বি ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলেন। জবাবে পরে ব্যাট করতে নেমে প্যানেল মেয়র মিনহাজুল ইসলামের নেতৃত্বাধীন এ ক্রিকেট দল সবগুলো উইকেট হারিয়ে ও সব ওভার শেষে ৯২ রান করেন। এতে করে ৭৪ রানে বিজয়ী হন মেয়রের নেতৃত্বাধীন বি ক্রিকেট দল। খেলায় পৌরমেয়র জামিল হোসেন চলন্ত একাই ৮৭ রান করায় টুর্নামেন্টের ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি