ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হিলি সীমান্তে ভুয়া বিজিবি সদস্য আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি সদস্য পরিচয় দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে ফিরোজ মিয়া (২৯) নামের এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুর ২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক ফিরোজ মিয়া জয়পুরহাট জেলা সদরের চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান জানান, আজ দুপুরে ওই যুবক হিলি সীমান্তের চেকপোস্ট গেটে অবস্থিত বিজিবি পোস্টে গিয়ে নিজেকে বিজিবি পরিচয় দিয়ে ভারতে বাজার করতে যাওয়ার কথা বলে। এসময় সে বিজিবির একটি পরিচয়পত্রও দেখায়, বিষয়টি চেকপোষ্টে কর্তব্যরত নায়েক রাকিবের সন্দেহ হলে তাকে আটক করা হয়। 

পরে খোঁজ নিয়ে দেখা যায় তার পরিচয়পত্রটি ভুয়া, এসময় তার কাছ থেকে ৯২০ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি