ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় কিশোরী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লায় কিশোরী এক ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার নগরীর সংরাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক আবুল হাসেম কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে নগরীর সংরাইশ এলাকার একটি বাসায় পরিবার-পরিজন নিয়ে ভাড়া থাকতো। ধর্ষক ওই কিশোরীর খালু।  

অভিযোগে জানা যায়, ধর্ষিতা ওই কিশোরীর বাবা মারা যাওয়ার পর কাজের সন্ধানে খালু আবুল হাসেম মিয়ার বাড়িতে আসে। এরপর খালার সাথে কুমিল্লা ইপিজেডে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। গত বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় ইপিজেডে কাজ শেষে বাসায় আসার পর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তার খালা এবং বাকপ্রতিবন্ধী মাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় ধর্ষক। 

এরপর থেকে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে। এতে সে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় সোমবার ধর্ষিতা ওই কিশোরী বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি