বাগেরহাটে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই
প্রকাশিত : ১৫:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০
বাগেরহাটের শরণখোলার চালিতাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২২টি দোকানের সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার কথা জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোয় দর্জি কাপড়, রেডিমেড পোশাক, মুদি, ইলেক্ট্রনিক্স পন্য সামগ্রি, মোবাইল রিচার্জ ও চায়ের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জামাল হোসেন মুন্সি বলেন, ‘যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন বিদ্যুৎ ছিল না বাজারে। আমরা ধারণা করছি দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুনে আমাদের ৫০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে। সবকিছু পুড়ে যাওয়ায় পথে বসেছি আমরা।’
আরেক দোকান মালিক আব্বাস তালুকদার বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে তড়িঘড়ি করে দোকানে থাকা কাপড় অন্যত্র সরিয়ে নিই। কিন্তু দোকান ঘর ও সেলাই মেশিন রক্ষা করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস না আসলে বাজারের সকল দোকান পুড়ে ছাই হয়ে যেত।’
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর খলিফা বলেন, ‘অগ্নিকাণ্ডে চালিতাবুনিয়া বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
শরণখোলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মেশফাকুল আলম বলেন, ‘আগুনের খবর পেয়ে মোরেলগঞ্জ ও শরণখোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সমন্বয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’
এআই/
আরও পড়ুন