ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় বিশ্বকাপ জয়ী ৩ ক্রিকেটারকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লায় যুব বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের ৩ ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেট কমিটি এ সংবর্ধনার আয়োজন করে। 

সোমবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিন ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, রকিবুল হাসান ও পারভেজ হোসেন ইমনকে এ সংবর্ধনা দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর প্রধান সমন্বয়ক আরফানুল হক রিফাত।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি, সাধারণ সম্পাদক নাসিম ইউসুফ রেইন, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, হাবিবুস আল আমিন সাদীসহ অন্যান্যরা। 

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি