ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আছমা আক্তার আমেনা (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদ্রাসা হোস্টেলের সিঁড়ির রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আমেনা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামের মুমিনুল হকের মেয়ে এবং ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। 

তৃতীয় শ্রেণি থেকে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে আসছিল আমেনা। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। 

এ ব্যাপারে নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও সহকারী শিক্ষককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে এ ঘটনায় রাতেই এলাকাবাসী বিক্ষোভ করে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি