ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় আছমা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী- চাপ্রাশিরহাট সড়কের নারিকেলের বেপারীর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আছমা আক্তার চরএলাহী ৪নং ওয়ার্ডের ইলিশাগো বাড়ির আব্দুল মতিনের কন্যা ও স্থানীয় মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

এসময় আছমা ও মোটরসাইকেল চালক দুজনই মারাত্মকভাবে আহত। আহত অবস্থায় আছমাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত মোটরসাইকেল চালক মাইজদী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি