ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন, আহত ১৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২৩:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু হয়েছে। শহরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে এ নিয়ে ওই ঘটনাসহ আরেকটি দুর্ঘটনা মিলে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে এবং আহত ১৪। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ সময় সিরাজগঞ্জ থেকে তাড়াশ গামী ঐশী-এশা পরিবহনের বাসটি ভূইয়াগাঁতীর কালিকাপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী সিরাজগঞ্জের তিন নান্দিনা গ্রামের আম্বিয়া খাতুন এবং অজ্ঞাত আরেক জন নিহত হয় ও আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে প্রেরণ করে। পরে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আরো এক যাত্রী মারা যায়।

এদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়ায় দ্রুতগামী বাসের চাপায় পথচারী মোকাদ্দেস আলী ঘটনাস্থলেই মারা যায়।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি