ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. শহিদুল (৩৪) নামে নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পার্শে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত শহিদুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মো. মানিকের ছেলে। তিনি ১৪ মামলার আসামি এবং একজন মাদক কারবারি ছিলেন।ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম আরিফুর রহমান জানিয়েছেন, উপজেলার বাগোয়ান গ্রামের একটি পান বরজের পাশে দুদল মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে সেখানে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে শহিদুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি