ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে জাতীয় সংগীত প্রতিযোগিতা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বাগেরহাট জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।

প্রতিযোগিতায় মাধ্যমিকে সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিকে কচুয়া উপজেলার আন্ধারমানিক প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ফকিরহাট উপজেলার ফজিলাতুন্নেছা মহিলা কলেজ প্রথম হয়েছে।

প্রতিযোগিতার পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির উদ্দিন, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি