ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাঠ দিবস’ পালিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্তরা। ছবি: একুশে টেলিভিশন

মাঠ দিবসের অনুষ্ঠানে কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্তরা। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী উপলক্ষে ‘মাঠ দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা গ্রামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদ। 

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এহতেশাম রাসূলে হায়দার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, আব্দুস সামাদসহ অন্যরা। 

দিবসটিকে সফল করতে এলাকার কৃষক ও কৃষির সঙ্গে সম্পৃক্তরা অংশ গ্রহণ করে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি