ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শান্তিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংর্ঘষে ১৪ জন টেটাবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের নরসিংদী সদর ও বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে সাবেক মেম্বার মতি মিয়া ও ফরিদ মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ লেগে আছে। গত সাপ্তাহেও এই দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়েছে। বুধবার সকালে আবার দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টেটাবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়।

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। তার জের ধরেই এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। 

কেআই/এসি

      


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি