ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

কুড়িগ্রামে দুই দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় তিনি বলেন, ‘সরকার দেশের সব জেলাতে আধুনিক শিল্পকলা একাডেমিক ভবন নির্মাণ করছে। কুড়িগ্রামেও করা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন মন্জু প্রমুখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ ও আগামিকাল শুক্রবার দু’দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবে বাংলাদেশ ও ভারতের ভাওয়াইয়া শিল্পীরা পরিবেশন করবেন মাটি ও মানুষের প্রাণের গান।

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি