ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দিল্লিতে হামলা বাউফলে বিক্ষোভ মিছিল

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

দিল্লিতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ ওই বিক্ষোভ মিছিলে পৌর সদরের বিভিন্ন মসজিদের কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। 

পৌর সদরের গোলাবাড়ী এলাকার শাহী মসজিদ থেকে মিছিলটি বের হয়ে সদরের প্রধান সড়ক পথে উপজেলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় শাহী মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান, আল-মদিনা মসজিদের খতিব মাওলানা আলআমিন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, নয়াদিগন্তের আসাদুজ্জামান সোহাগ প্রমূখ বক্তৃতা করেন। 

বক্তারা এ সময় প্রশাসনের মাধ্যমে অবিলম্বে ভারতের মুসলমানদের ওপর হামলা, আগুন দিয়ে  মসজিদ ও ঘরবাড়ি পোড়ানোর প্রতিবাদসহ মুজিববর্ষ উদযাপনে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীকে বয়কটের আহ্বান জানান।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি