ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে নদী খননকালে স্কেভেটরের ধাক্কায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত সুখানপুখরী গ্রামে শুক্রবার সকালে নদী খনন কালে মাটিকাটা স্কেভেটর মেশিনের ধাক্কায় সুমাইয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামে পাথরাজ নদীতে স্কেভেটর দিয়ে খননের কাজ করা হচ্ছিল। এসময় পাশে দাঁড়িয়ে খনন কাজ দেখছিল শিশু সুমাইয়াসহ ওই গ্রামের অনেক লোকজন। একপর্যায়ে  ড্রাইভার স্কেভেটর ঘুরাতে গেলে শিশুটির মাথায় আঘাত লাগে এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও স্কেভেটর জব্দ কিংবা কাউকে আটক করা হয়নি।  

এ ব্যাপারে সদর থানার এসআই হারুন অর রশিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় আমরা এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নিতে পারছিনা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি