ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১২:১২, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত ’বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার বুলু মিয়া (৪০) নিহত হয়েছেন। 

এ সময় ওসিসহ আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল দেব জানান, আজ শনিবার ভোর রাতে ১০/১২ জনের ডাকাতদল নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামের ছালেক মিয়ার বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কাগাবালা ইউনিয়নের বোরতলা গ্রামে ডাকাতদলের পথরোধ করে পুলিশ। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময়  পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার বুলু ঘটনাস্থলে নিহত হন। 

নিহত ডাকাত বুলুর বাড়ি সিলেটের ওসমানী নগর এলাকায়। এ সময় বুলুর সহযোগী সিলেটের বিয়ানিবাজার আঙ্গুরা গ্রামের আব্দুল বারীর ছেলে লাল মিয়া (৪৫) ও মৌলভীবাজার সদর উপজেলার আতানগিরি গ্রামের হায়দার মিয়ার ছেলে আফজাল মিয়া (২৮) কে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, দেশি আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, এসআই কোরবান আলী, কনস্টেবল নিলয় পাল, সুরঞ্জিত রায় ও নিরুপম পাল।

নিহত বুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি