ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইল সেনানিবাসে গলফ টুর্নামেন্ট শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৫, ২৯ ফেব্রুয়ারি ২০২০

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী ১ম ক্যাপিটেক কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এসময় উপস্থিত ছিলেন, ক্যাপিটেক এ্যাসেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মো. হাবিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, গলফ ক্যাপ্টেন কর্নেল এসএম জাহিদ হাসান ও মেম্বার সেক্রেটারি লে. কর্নেল মেসবাহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।

টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়ার এতে অংশগ্রহণ করেন। 

পরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি।

এআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি