ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর সোনাপুর এলাকায় সুবিধা বঞ্চিত ৯৩ জন শিক্ষার্থীর মাঝে এক প্রবাসি শিক্ষা উপকরণ বিতরণ করেছে। শনিবার দুপুর ৩টায় সোনাপুরে আবু জাফর শিক্ষা সহায়তা প্রকল্পের অধিনে এ উপকরণ বিতরণ করা হয়। 

এ সময় শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, প্রকল্পের চেয়ারম্যান প্রবাসি আবু জাফরসহ অতিথিরা। উপস্থিত ছিলেন, গান্ধি আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, উন্নয়ন সংস্থা এনআরডিএস’র নির্বাহী প্রধান আব্দুল আওয়াল, জেলা আ.লীগের সহ-সভাপতি আবু তাহেরসহ অনেকে। 

এ প্রকল্পের অধিন প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। একই সঙ্গে বছরজুড়ে এসব শিক্ষার্থীর শিক্ষা সহায়ক সকল উপকরণ প্রদান করা হয়। গত চার বছর ধরে ইংল্যান্ড প্রবাসি আবু জাফর এ প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা দিয়ে আসছেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি