টাঙ্গাইলে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা
প্রকাশিত : ১৪:৫০, ১ মার্চ ২০২০ | আপডেট: ১৪:৫৪, ১ মার্চ ২০২০
মৃতদেহটি টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে- একুশে টেলিভিশন
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের এক শ্রমিক নেতা পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো. শামছুল হক (৫০) দেলদুয়ার উপজেলার কৈজুরী এলাকার দুখু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় শামছুল হক টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষে রাতে ব্যাটারি চালিত অটো রিকশাযোগে নিজ বাড়ি দেলদুয়ার উপজেলার কৈজুরী ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার লতিফপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় তার সাথে থাকা অপর যাত্রী মো. হালিম মিয়া ও অটো চালককে দ্রুত চলে যেতে বলে দুর্বৃত্তরা। ঘটনা আঁচ করতে পেরে তারা স্থানীয় লোকজনকে ডাকতে থাকেন।
ইতোমধ্যে দুর্বৃত্তরা শামছুল হককে বেধম পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান তিনি।
এআই/এমএস/
আরও পড়ুন