ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ৩৩ মাদকসেবী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১ মার্চ ২০২০

আটককৃত মাদকসেবীরা। ছবি: একুশে টেলিভিশন

আটককৃত মাদকসেবীরা। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে চোলাই মদ, গাঁজা ও নেশার ট্যাবলেটসহ ৩৩ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

আটককৃতরা হলেন- নান্টু শেখ (৩৫), সজল সাহা (২২), মোঃ রনি খান (৩২), তাওহিদুল ইসলাম (২৫), মোঃ রায়হান আলী খান (৩২), মতিউর রহমান মিশু (৩২), ইউসুফ (২৪), মনোয়ার হোসেন রন্টু (৩৮), রাসেল ওরফে ইমরান (২৮), গফুর (৫০), মিজানুর রহমান (৩৫), রুবেল (৩০), আশাদুল ইসলাম (২৮), জগাই সরকার (৩৫), মজা মণ্ডল (৩৫), বিধান চন্দ্র চক্রবর্তী (২৪), রুবেল (২২), আশরাফুল ইসলাম (৩০), রুবেল হোসেন (২২), শুভ (১৯), মেহেদী হাসান (১৯), আসিব ইকবাল অপূর্ব (১৮), ইস্রাফিল আলম (৪৭), নিলয় পারভেজ রনি (১৯), সাদ্দাম হোসেন (২৮), বাবুল (৩০), আজাদ (৫০), মোঃ সুমন (৩৫), ইমরান হোসেন (৩৫), আবুল কালাম আজাদ (৫০), মোঃ উজ্জল (৩০), ইমরান হোসেন (৩৭) ও মোঃ নাজমুল (৩০)। 

এ প্রসঙ্গে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, শহরের ঢাকা বাসস্ট্যান্ড এবং ডানা পার্কের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লিটার দেশীয় মদ, ৫০ গ্রাম গাঁজা ও  নেশা জাতীয় ১৩ পিস ট্যাবলেটসহ ৩৩ মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮-৫০ বছরের মধ্যে। 

তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি