ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরে দুই সন্তানসহ পরিবারের নিরাপত্তা চাইলেন নারী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ১ মার্চ ২০২০

নাটোরের নলডাঙ্গায় ২ সন্তান ও বাবা-মাসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন নিলিমা আক্তার এমিলি নামে এক নারী।

আজ রোববার দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে এই আবেদন করেছেন ওই নারী।

স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্যাতিতা নিলিমা আক্তার এমিলি অভিযোগ করে বলেন, ‘তার স্বামী জালাল উদ্দিনের অব্যাহত নির্যাতন সইতে না পেরে ২০১৮ সালে ২ সন্তানসহ স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে আশ্রয় নিই।’ 

তিনি বলেন, ‘স্বামীর সংসার ছেড়ে আসার পর নিজেসহ সন্তানদের ভরণপোষনের জন্য একটি এ্যাগ্রো প্রতিষ্ঠানে চাকরি পাই। গত ১৬ ফেব্রুয়ারি নাটোর শহরের কর্মস্থল থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা স্টেশন থেকে সাবেক স্বামী জালাল ও সহযোগীরা তাকে অপহরণ করে যৌন নির্যাতনের চেষ্টা চালায়। ব্যর্থ হওয়ার পর তারা তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ও মাথা ফাটিয়ে দিয়ে আহত করে পালিয়ে যায়।’

এমিলি জানান,  হাসপাতালে ১৩দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছি। এঘটনায় থানায় অভিযোগ করার পর পুলিশ তার সাবেক স্বামী জালালকে আটক করে। কিন্তু আদালত থেকে গত রোববার জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই জালাল ও তার সহযোগীরা তাকেসহ তার ২ সন্তান ও বাবা-মাকে হত্যাসহ নানা হুমকি দিয়ে আসছে।  

নির্যাতনের শিকার ওই নারী বলেন ‘বর্তমানে সাবেক স্বামীর হুমকির মুখে ২ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে। নিরাপত্তাসহ প্রতিকার চেয়ে নলডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জীবনের নিরাপত্তা পেতে প্রধানমন্ত্রীসহ আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ সময় তার বাবা আনছার আলী ও মা রেহেনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জানতে চাইলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার পরপরই জালালকে আটক করে জেলহাজতে পাঠানো হয়। হুমকির বিষয়টি এখনও জানা নেই। তবে অভিযোগ পাওয়া মাত্রই আইনী ব্যবস্থা নেয়া হবে।’

এআই/এসি
 
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি