ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ১ মার্চ ২০২০ | আপডেট: ১৮:২৯, ১ মার্চ ২০২০

গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রোববার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার বলেন, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সঙ্গে ধাক্কা খায়। প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকারে আগুন ধরে গেলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। আহত হন আরও দুই জন।

ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর জানার পর মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুই জনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি