ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৬ মার্চ সিরাজগঞ্জে ৩৯তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ১ মার্চ ২০২০

আগামী ৬ মার্চ সিরাজগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের ৩৯তম জাতীয় সম্মেলন। রোববার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী লিখিত বক্তব্যে বলেন, আগামী ৬ মার্চ সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। দ্বিতীয় দিন ৭ মার্চ শাহজাদপুরে প্রীতি সম্মেলন ও ৮ মার্চ সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্ত হবে। দেশের ৬৪ জেলায় ৮৪ শাখার শিল্পীবৃন্দ এতে অংশগ্রহণ করবেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ইত্যাদি। 

সংবাদ সম্মেলনে সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর, সাংবাদিক ইসমাইল হোসেন, হীরক গুণ, প্রমূখ বক্তব্য রাখেন। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি