ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান রাসেল। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাগালিয়া ইউনিয়নে প্রতিপক্ষের লোকজন রাসেলকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়। ঢাকায় নেয়ার পথে আজ সকালে তার মৃত্যু হয়।

কয়রা থানা পুলিশের ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার প্রতিপক্ষের হামলার শিকার হন রাসেল। ঘটনার পরপরই দুই জনকে আটক করা হয়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’  

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি