ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নানা কর্মসূচিতে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৭, ২ মার্চ ২০২০

জাতীয় ভোটার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা- একুশে টেলিভিশন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা- একুশে টেলিভিশন

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’এ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

দিবসটি উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

পরে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা পারভীন বলেন, ‘দেশে দ্বিতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। ভোটার হওয়ার পর স্মার্ট কার্ড পাবে ভোটাররা। আগামীতে গণতন্ত্রকে যেন সুসংহত করতে পারি, ভোটাররা যাতে ভোট দিতে পারেন এই হোক জাতীয় ভোটার দিবসের অঙ্গীকার।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন এসএম ইস্রাফিল। 

এআই/এমএস/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি