ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে জাতীয় ভোটার দিবস পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২ মার্চ ২০২০

”ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখে হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, নির্বাচনী কর্মকর্তা মোকাদ্দেছ আলীসহ অনেকে। সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি