ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে অটোর ধাক্কায় কিশোর নিহত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় সৌরভ রহমান (১৪) এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় তার বড় ভাই রাসেল আহত হয়েছেন। 

রোববার বিকেলে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সৌরভ রহমান হিলির সাতকুড়ি গ্রামের আজমল হকের ছেলে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল রবিবার বিকেলের দিকে সৌরভ ও বড় ভাই রাসেল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে বিরামপুরের দিকে যাচ্ছিলো। এসময় সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় অভারটেক করার সময় অটোরিকশা তাদের মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। 

এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানিয়রা দ্রুত তাদের উদ্ধার করে হিলি হাসপাতালে নেয়। সেখানে সৌরভের অবস্থা আশংকাজনক হওয়ার চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার মধ্যরাতে সৌরভ রহমান মারা যায়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি