ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে চারদিন ব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ২ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে ভুমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে ও আইন সম্পর্কে সচেতন করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঈমামসহ সুধিচনদর নিয়ে ৪দিন ব্যাপী আধুনিক ভুমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টার ন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম। 

এতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঈমাম, সুধিজনসহ ৪০জন সদস্য অংশগ্রহন করেন। একইভাবে উপজেলার বাঁকি ২টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার টিমকে এই প্রশিক্ষন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালা চলবে, আগামী ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, হাকিমপর উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, ভুমি অফিসের প্রতিনিধি আব্দুল হাদী, সারোয়ার হোসেন, জাইকার স্থানীয় প্রতিনিধি লুৎফর রহমানসহ অনেকে। কর্মশালায় ভুমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে ভুমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে সকলকে জানানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি