লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেসের উদ্বোধন
প্রকাশিত : ১৬:০৩, ২ মার্চ ২০২০
লালমনিরহাটে আর্মি এভিয়েশন বেসের উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ সোমবার দুপুরে একইসঙ্গে আর্মি এভিয়েশন স্কুলের নতুন ভবন, আর্মি অফিসার্স মেস, এসএম ব্যারাক-এর ভিত্তি প্রস্তর, লালমনিরহাট মিলিটারি ফার্মের জন্য একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় মিল্কি পার্লারের উদ্বোধন করেন তিনি।
এ সময় সেনাবাহিনীর প্রধান বলেন, ‘আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা সেনাবাহিনীর আভিযানিক কাযর্ক্রমে প্রত্যক্ষভাবে সহায়তা করে আসছে। বিগত ২০১২ সালে আর্মি এভিয়েশন গ্রুপের অঙ্গ সংগঠন হিসেবে আর্মি এভিয়েশন স্কুল ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সকল বৈমানিক, প্রকৌশলী এবং বিমানক্রু এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত হয়।’
তিনি বলেন, ‘আধুনিকতার সঙ্গে তাল মেলাতে এবং বিমান ও হেলিকপ্টারের সংখ্যা বৃদ্ধির সাথে সাথ বর্তমানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। বর্ধিত এই প্রশিক্ষণ সুবিধা অর্জনের জন্য আর্মি এভিয়েশন স্কুলকে ঢাকা থেকে লালমনিরহাটে স্থানান্তর করে নতুন ও আধুনিক অবকাঠামো তৈরী করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল।’
সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে আরও ছয়টি হেলিকপ্টার সংযোজন করতে সরকার সম্মতি দিয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আগামী বছরের মধ্যে এগুলো সংযুক্ত হবে বলে আশা করি। আগে বিমান বাহিনীর সহায়তায় সেনাবাহিনী হেলিকপ্টার অপারেশন করতো কিন্তু এখন সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপ থেকে সরাসরি এ অপারেশন চলছে।’
লালমনিরহাটে সাধারণ মানুষের সন্তানদের সুশিক্ষার জন্য ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটিকে আরও বেশি আধুনিক করা হবে। সেনাবাহিনী মানুষকে যে কথা দেয়, সে কথা রাখে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং সেনাবাহিনীর অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এআই/
আরও পড়ুন