ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোংলায় চীনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ২ মার্চ ২০২০

কোস্টগার্ড সদস্যদের সঙ্গে বিদেশী মদসহ আটককৃতরা। ছবি: একুশে টেলিভিশন

কোস্টগার্ড সদস্যদের সঙ্গে বিদেশী মদসহ আটককৃতরা। ছবি: একুশে টেলিভিশন

মোংলায় তিনশ’ বোতল বিদেশী মদসহ চিনা নাগরিকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার (১ মার্চ) রাত ১২টায় পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ডের পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা অফিসার লে. ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের মধ্যে তিনজন চিনা নাগরিক রয়েছেন। তারা হলেন- জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩) এবং ফু (৩৩)। এছাড়া এদের দলে হাসনাত (২৮) ও মোঃ রুমন সিকদার (৩২) নামে দুই বাংলাদেশী মাদক ব্যবসায়ী রয়েছেন বলে কোস্টগার্ড জানায়। এরা নারায়ণগঞ্জ ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বাসিন্দা।

গোয়েন্দা অফিসার লে. ইমতিয়াজ আলম বলেন, আটককৃতরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে এসব মদ এনেছিল। আটককৃত মালামাল ও আসামীদের মোংলা থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি