ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৭, ২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

“ভোটার হয়ে দেশ গড়ায় অংশ নেব ” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে দ্বিতীয়বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপন হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে এসিলাহা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্ধোন করা হয়।
 
পরে এসিলাহা মিলনায়তনের বাগেরহাটের জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। 

এসময় আরও বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তারা।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি