ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৩, ৩ মার্চ ২০২০

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ট্রাক-পিকআপের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ মঙ্গলবার সকালে পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ হেলপারের নাম ইমন। তার বাড়ি ময়মনসিংহের পূর্বধলা এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ  ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী সবজিবাহী একটি পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশে থাকা ইমন ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় আহত হন আরও দু’জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে ইমনের মরদেহ উদ্ধার করে।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি