ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ৪ মার্চ ২০২০

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে মঙ্গলবার বিকালে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক আব্দুল মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রঘুনাথপুর গ্রামস্থ মাঠ হতে ৪০ কেজি গাঁজাসহ আব্দুল মালেককে আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য এক লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত গাঁজাসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি