ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘মুজিববর্ষ’ উপলক্ষে হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ৪ মার্চ ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে কুমিল্লার হোমনায় পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে হোমনা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিনা আহমদ মেরী এমপি।

হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক (উপসচিব) মো. শওকত ওসমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারমান মো. মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ওসি আবুল কায়েস আকন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি