ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৯, ৪ মার্চ ২০২০

মুজিববর্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মুজিব বর্ষ ২০২০ কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আয়োজনে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। র‌্যালিটি আদালত ভবন হতে শুরু হয়ে কোর্ট চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।

এসময় সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেন, জিপি এসএম আব্দুল ওয়াহাব, পিপি আব্দুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার পারভেজ লিমনসহ জেলা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারকবৃন্দ ও আইনজীবীসহ অন্যান্যরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি