ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ৪ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলার শিক্ষা সেবিকাদের নিয়ে দিনব্যাপী  শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা ২০২০ অনুষ্টিত হয়েছে।

বুধবার  সকালে মৌলভীবাজার শহরেরে একটি হোটেল এর  হলরুমে আশা কেন্দ্রীয় কার্যালয়ের  পরিচালক মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে ও আশা অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালেকা পারভিন, কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর মোঃ নজরুল ইসলাম।  

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, আশা মৌলভীবাজার জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহাবুব।

সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়ারোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় সম্মেলন ও কর্মশালার আয়োজন করে আশা।  দিনব্যাপী সম্মেলনে জেলার ৮৫ টি শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষা সেবিকাসহ আশা‘র মৌলভীবাজার জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ  সহ রিজিওনাল ম্যানেজার,ব্রাঞ্চ ম্যানেজার, শিক্ষা কর্মকর্তা ও সুপারভাইজারগণ অংশ নেন।  

সম্মেলনে স্বাগত বক্তব্যে আশার মৌলভীবাজার জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার তৌফিক উদ্দিন আহম্মদ বলেন, আশা ২০১১ সাল থেকে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও ঝরে পড়া রোধে“প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচী”আওতায় দেশের ৬৪ জেলায় ১২৫০টি আশা ব্রাঞ্চে ১৮ হাজার ৯৫০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের পাচঁ লাখের বেশি শিশু প্রি-প্রাইমারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়ণরত শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করছেন। এরমধ্যে মৌলভীবাজার জেলায় ১৫৫টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ৪২৬৭  জন শিশুকে শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি বছরে জেলার কমলগঞ্জ ব্রাঞ্চের ১৫টি শিক্ষা কেন্দ্রকে ৫ম শ্রেনীতে উন্নিত করা হয়েছে।  প্রতিটি কেন্দ্রে একজন করে শিক্ষা সেবিকা দায়িত্ব পালন করছেন। প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস করা,নিম্ম ও নিম্ম মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেয়া পাঠ আয়ত্ব করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা, প্রাক-প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করাই হচ্ছে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর মূল উদ্দেশ্য।

এ সময় তারা আরো বলেন, আশা ১৯৭৮ সাল থেকে কার্যক্রম শুরু করে অধ্যাবদি সুনোমের সাথে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। বর্তমানে দেশ ছাড়িয়ে এটি বিশ্বের ১৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে।  আর মৌলভীবাজার জেলায় এ কার্যক্রমের সুবিধার আওতায় প্রায় ৭২ হাজারেরও অধিক লোককে ঋণ প্রদানের মাধম্যে কয়েক লক্ষ মানুষের অর্থনীতির চাকা স্বচ্ছল করতে কাজ করছে। তারা বলেন এ জেলায় গ্রাহকদের মোট সঞ্চয় জমার পরিমান ৭৬২ কোটি টাকা। আর এ সকল ব্রাঞ্চে কর্ম সংস্থান হয়েছে অসংখ্য মানুষের।      

কেআই/আরকে                          
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি