ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটে পাওয়া তরুণীর অভিভাবকের সন্ধানে পুলিশ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৭, ৫ মার্চ ২০২০ | আপডেট: ২৩:০৪, ৫ মার্চ ২০২০

পারভিন পরিচয় দেয়া সেই তরুণী

পারভিন পরিচয় দেয়া সেই তরুণী

বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন তরুণী পারভীন (২৪) এর অভিভাবককে খুঁজছে পুলিশ। ওই তরুণীর অভিভাবককে খুঁজে পেতে বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছে পুলিশ। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের একটি বাড়িতে পানি খাওয়ার জন্য যায় ওই তরুণী। পরে তার মানসিক ভারসাম্যহীন বিষয়টি বুঝতে পেরে স্থানীয় নারী ইউপি সদস্যকে খবর দেয় ওই বাড়ির লোকজন। পরে ইউপি সদস্য শেফালি বেগম মেয়েটিকে থানায় হস্তান্তর করেন। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে পারভিন নামেই পরিচয় দিয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত আনছার আলীর মেয়ে সে। 

তবে তরুণীর দেয়া ঠিকানা অনুযায়ী পুলিশ এখনও কাউকে খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন। 

তিনি আরও বলেন, তরুণীর অভিভাবকদের খুঁজে পেতে আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। তার বৈধ অভিভাবকদের বাগেরহাট থানায় যোগাযোগের জন্যও অনুরোধ করেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি